আশুলিয়ায় পোশাককর্মীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা

ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাককর্মীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম রোকসানা আক্তার (২৮)। তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন ।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত ওই নারীর স্বামী মো. সোহাগ।

পুলিশ জানায়, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় রোকসানা আক্তার তার স্বামী মো. সোহাগকে নিয়ে পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। আজ সকালের দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়া ও কিছু পুড়ে যাওয়ার গন্ধ পান। পরে তারা নিচে নেমে রোকসানাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তারা দরজা খুলে আগুন নেভান এবং আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোশকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে নিহতের স্বামী মাদকাসক্ত এবং স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে দাম্পত্য কলহ ছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।’