রাতের আঁধারে দুই বিঘা জমির মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

যশোরের চৌগাছায় রাতের আঁধারে মফিজুর রহমান খান নামে এক কৃষকের দুই বিঘা জমির মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাতের কোনও এক সময় উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টঙ্গুরপুর মাঠে মফিজুরের জমিতে থাকা গাছগুলো কেটে ফেলে রাখা হয়। ক্ষেতে থাকা কিছু পেয়ারা গাছও কেটে ফেলা হয়েছে।

কৃষক মফিজুর রহমান জানান, দুই বছর আগে প্রতিটি ২০০ টাকা দরে কেনা ২০০টি মাল্টা চারা দুই বিঘা জমিতে রোপণ করেন। পরের মৌসুমে গাছে ফল আসতো। একই জমিতে সাথি ফসল হিসেবে পেয়ারাগাছও রোপণ করেন। পেয়ারাগাছে ফল আসা শুরু করেছে। সকালে ক্ষেতে এসে দেখতে পান গাছগুলো কেটে ফেলা হয়েছে। দুই-একটি গাছ রয়েছে।

তার অভিযোগ, গ্রামে আরেকজনের মাল্টা বাগান আছে। তার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। কয়েকদিন আগে তিনি হুমকি দেন দেখে নেওয়ার।

এ বিষয়ে চৌগাছা থানায় অভিযোগ করেছেন। এরই মধ্যে কৃষি কর্মকর্তারা তার ক্ষেত পরিদর্শন করেছেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘যে বা যারাই করে থাকুক না কেন, এটি খুবই খারাপ কাজ। অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’