তালা ভেঙে হলে প্রবেশ করলেন কুয়েট শিক্ষার্থীরা

তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ২টার দিকে খানজাহান আলী হলের তালা ভাঙা হয়। এরপর একে একে অন্যান্য হলের তালা ভাঙা হয়।

দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে কুয়েটের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি।

শিক্ষার্থীরা জানান, হল খোলার দাবিতে তারা তিন দিন দুই রাত অবস্থান কর্মসূচি পালন করেছেন। মশার কামড় খেয়ে তারা প্রশাসনিক ভবনের সামনে থেকেছেন। হলে উঠতে পারেননি। সিন্ডিকেট সভায়ও তাদের দাবি মানা হয়নি। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে ভিসির পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। এরপর শিক্ষার্থীরা হলে হলে গিয়ে শিক্ষকদের হল খুলে দেওয়ার দাবি জানান। কিন্তু কোনও শিক্ষক হল খুলে দেননি। এ জন্য শিক্ষার্থীরা নিজেরাই হলের তালা ভাঙা শুরু করেন। পৌনে ৩টার মধ্যে ছয়টি হলের তালা ভাঙা হয়।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আগামী ২ মে আবাসিক হল খোলা এবং ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সোমবার রাতেও দ্বিতীয় রাতের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটান।

আরও খবর: কুয়েট খুলবে ৪ মে, সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত