চট্টগ্রামে মাদকসহ তিন মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ১৯ কেজি গাঁজা এবং এক হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সোমবার (১৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলো– মোতালেব হোসেন (৪২) ও নুরুন্নবী (৩৫)। তাদের কাছ থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন সকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তোপেল চাকমা (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার ব্যাকপ্যাক ও ট্রাভেল ব্যাগে লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতার তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।