গফরগাঁওয়ে কৃষক দলের নেতার ওপর হামলা

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন এবং তার ছেলে ছাত্রদল নেতা এম রহমান সুফলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির বহিষ্কৃত নেতা কবির সরকার ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কান্দিপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, কান্দিপাড়া বাজারের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে আসাদুজ্জামান অনুসারী ও কবির সরকার অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত রাতে কবির সরকার ও তার অনুসারীরা বাবা-ছেলের ওপর হামলা চালায়। এই ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

আসাদুজ্জামান সুজনের ছেলে আহত ছাত্রদল নেতা সুফল জানান, সরকার পতনের পর স্থানীয় বিএনপির বহিষ্কৃত নেতা কবির সরকার ও সহযোগীদের চাঁদাবাজি, দোকানপাট দখলসহ নানা অপকর্মে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে।

এ হামলার প্রতিবাদ জানিয়ে রাতেই হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পাগলা থানার কান্দিপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, গুরুতর আহত বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন ও তার ছেলে এম রহমান সুফলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতে দেখতে আসেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমসহ নেতৃবৃন্দ।