চাঁদপুরে আগুনে পুড়লো ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুরের মতলব দক্ষিণে মুন্সিরহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার সকালে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে পাশের দোকানগুলোতে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই পুড়ে যায় ১৭ দোকান।

আগুনে ৫-৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ক্ষতিগ্রস্তদের। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, সকাল সোয়া ৭টার দিকে ওই বাজারের নবীর নামে এক হার্ডওয়ার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।  যা দ্রুতই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ফার্মেসি, হার্ডওয়ার, মুদি, ফলসহ ১৭টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এদিকে, মুন্সিরহাট বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন।