বগুড়ায় প্রাইভেট পড়ে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সাইমুন ইসলাম প্রিন্স (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ট্রাকটি জব্দ ও চালক মিজানুর রহমানকে (১৮) আটক করেছে। সদর থানার এসআই আনিছুর রহমান এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইমুন ইসলাম প্রিন্স বগুড়ার গাবতলী উপজেলার মোমিন খোদা গ্রামের রায়হান ইসলাম রোমানের ছেলে। তারা সদর উপজেলার পীরগাছা এলাকায় বসবাস করেন। প্রিন্স স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকাল সোয়া ৯টার দিকে সে প্রাইভেট পড়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিল। পথের মধ্যে পীরগাছা বন্দর এলাকায় পৌঁছলে মাটিবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রিন্সের মৃত্যু হয়। এ সময় ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করলে জনতা চালক গাবতলীর সোনারায় গ্রামের আবদুল মালেকের ছেলে মিজানুর রহমানকে আটক করে।
সদর থানার এসআই আনিছুর রহমান জানান, মামলা হলে আটক ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।