মৎস্য প্রকল্পের বিরোধে তিন জন গুলিবিদ্ধ

কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের জমির পোষাণীর (ভাড়া) টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্বে তিন জন গুলিবিদ্ধসহ চার জন আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওলানপাড়া গ্রামের ৭-৮ জন যুবক তিনটি মোটরসাইকেল নিয়ে উত্তর হরিপুর ইসমাইলদের বাড়ির কাছে এসে তাকে ডেকে রাস্তায় নিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে ইসমাইল, তার ভাই ইব্রাহিম এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন– হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪০), তার ভাই মো. ইব্রাহিম (৩৫) এবং ওলানপাড়া গ্রামের মো. ইয়াসিন (২৬)। এ ছাড়াও মোরশেদ নামে একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চার বছর ধরে মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এ নিয়ে পাশের ওলানপাড়া গ্রামের জব্বার মিয়ার তিন ছেলে ফয়সাল, পারভেজ, ফরহাদের সঙ্গে স্থানীয় নাইম, ইয়াসিনসহ লোকজনের জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনায় জেরে আজ তারা হামলা চালায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মাছের প্রজেক্টের জমির মালিকদের পোষাণীর টাকা না পাওয়া নিয়ে ইসমাইলদের সঙ্গে ওলানপাড়া গ্রামের কয়েকজনের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। তিন জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’