বগুড়ায় মদপানে দুজনের মৃত্যু

বগুড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। আরও দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে শহরের ঠনঠনিয়া হাড়িপাড়ায় এ ঘটনা ঘটে। শনিবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ এবং বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মণ্ডল এসব তথ্য জানিয়েছেন।

মৃত দুজন হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. রাসেল (৩৫) এবং একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে সিন্টু (৪২)। আশঙ্কাজনক অবস্থায় একই এলাকার জয়দেবের ছেলে সনি (৪৫) এবং আমজাদ হোসেনের ছেলে পিলুকে (৫০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়ার রাসেল, সিন্টু, সনি ও পিলু একসঙ্গে মদপান করেন। মদে বিষাক্ত কোনও উপাদান থাকায় চার জনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টার দিকে রাসেল ও সিন্টুকে বগুড়া শজিমেক হাসপাতালে আনার পথে সিন্টু মারা যান। পরে রাসেলকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। এ ছাড়া পিলুকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, শনিবার বেলা দেড়টার দিকে সনিকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। সনির অবস্থা আশঙ্কাজনক। সবাই মদপানে অসুস্থ হয়েছিলেন।