বগুড়া থেকে আত্মসাৎ করা ট্রাকবোঝাই আটা ঝিনাইদহে উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার শেরপুর থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ট্রাকবোঝাই ৩৯৮ বস্তা আটা উদ্ধার হয়েছে। পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ট্রাকসহ প্রায় ১৯ হাজার ৯০০ কেজি আটা উদ্ধার এবং জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলো– বগুড়ার শেরপুরের গড়েরবাড়ি গ্রামের মৃত আবদুল গনি শেখের ছেলে ট্রাকচালক বেলাল হোসেন (৪০) এবং একই উপজেলার টোলার গেইট এলাকার আজগর হাজীর ছেলে ট্রাকের হেলপার মো. মোস্তফা (৩৮)।

বগুড়ার শেরপুরের গড়েরবাড়ি গ্রামের ট্রাকমালিক কাওসার আহমেদ গত ২৬ মার্চ শেরপুর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার মালিকানাধীন ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৮৭০১) চালক বেলাল হোসেন ও হেলপার মোস্তফার কাছে ভাড়ায় পরিচালনার জন্য দেন। তারা গত ২৪ মার্চ দুপুরে ট্রাকে উপজেলার দড়িমুকন্দ বাজার থেকে শামীম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৯৮ বস্তা আটা লোড দেয়। আটাগুলো নন্দীগ্রামের কোয়ালিটি ফিড মিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা আটার বস্তাগুলো গন্তব্যে পৌঁছে না দিয়ে আত্মসাতের পর আত্মগোপন করে। এ ব্যাপারে ট্রাকমালিক শেরপুর থানায় মামলা করেন।

এদিকে, মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপনে খবর পেয়ে ২৭ মার্চ রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ট্রাকচালক বেলাল ও হেলপার মোস্তফাকে গ্রেফতার করে। এ সময় তাদের দখলে থাকা ট্রাকভর্তি ৫০ কেজি ওজনের ৩৯৮ বস্তা অর্থাৎ ১৯ হাজার ৯০০ কেজি আটা উদ্ধার করা হয়। ওই আটার বাজার মূল্য ছয় লাখ ৩৬ হাজার ৮০০ টাকা এবং ট্রাকের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

শেরপুর থানার ওসি সফিকুল ইসলাম পলাশ জানান, ট্রাকের মালিকের অভিযোগ পাওয়ার পরপরই গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জের মোবরকগঞ্জে সফল অভিযান চালিয়ে ট্রাকভর্তি আটাসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।