বেতন-বোনাসের দাবিতে চট্টগ্রামের সড়কে শ্রমিকদের বিক্ষোভ

বেতন-বোনাসের দাবিতে সকাল ১১টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রাম ইপিজেডের জেএমএস গার্মেন্টস কারখানার শ্রমিকরা। সোমবার (২৪ মার্চ) রাত ৯টায় এ সংবাদ লেখা পর্যন্ত নগরীর ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ওই কারখানার শ্রমিকরা।

প্রশাসন, বেপজা ও মালিকপক্ষের পক্ষ থেকে মঙ্গলবার বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা মানছেন না। শ্রমিকদের দাবি, আজকের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। অবরোধের কারণে আগ্রাবাদ-পতেঙ্গা সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জেএমএস গ্রুপের মালিকানাধীন জেএমএস গার্মেন্টস গত ৪ মার্চ কাজ না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করা হয়। লে-অফ চলাকালে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯-এর ধারা ১৫ অনুযায়ী, গত ২০ মার্চ ফেব্রুয়ারি মাসের বেতন এবং ২৩ মার্চ ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। তবে শ্রমিকরা ঘোষিত তারিখে বেতন-ভাতা পাননি। পরে নোটিশের মাধ্যমে ২৫ মার্চ বেতন পরিশোধ করা হবে বলে জানানো হলেও শ্রমিকরা এ সিদ্ধান্ত না মেনে গত শনিবার (২২ মার্চ) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ২৪ মার্চ বেতন-ভাতা পরিশোধ করা হবে– মালিকপক্ষের এমন সুস্পষ্ট নির্দেশনা ও বেপজা কর্মকর্তাদের আশ্বাসে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।

বেপজার আশ্বাস অনুযায়ী সোমবার সকাল ১০টায় শ্রমিকরা কারখানার সামনে ভিড় করেন। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পান কারখানাটিতে তালা ঝুলানো। এরপর তারা ফ্রিপোর্ট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সোলায়মান বলেন, ‘সকাল থেকে জেএমএস গার্মেন্টস কারখানার আড়াইশোর মতো শ্রমিক বেতন-ভাতার জন্য আন্দোলন করছেন। আমরা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা কাল মঙ্গলবার বেতন-ভাতা পরিশোধ করতে রাজি হয়েছেন। শ্রমিকদের বিষয়টি বলা হয়েছে। তবে কিছু শ্রমিকের দাবি, আজই পরিশোধ করতে হবে। কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক রয়েছে। বর্তমানে সড়ক ছেড়ে অনেক শ্রমিক চলে গেছেন। তবে এখনও পুরোপুরি সড়ক স্বাভাবিক হয়নি।’