নেত্রকোনায় কলমাকান্দার কালাইকান্দি গ্রামে মিলন মিয়া (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলায় শাহজাহান মিয়া (২১) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আবুল বাশার ওরফে বাদশা মিয়া নামে অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে রায়ে আসামিদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী এম নজরুল ইসলাম খান জানান, তারা সঠিক বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার বিবরণে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কালাইকান্দি গ্রামের মিলন মিয়া দীর্ঘদিন ধরে কালাইকান্দি প্রাইমারি স্কুল মোড়ে ব্যবসা করতেন। একই এলাকায় শাহজাহান মিয়াও ব্যবসা করতেন। তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেনও ছিল। সেই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিলনের কাছ থেকে শাহজাহান ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ধারের টাকা ফেরত চাইলে শাহজাহান তার মোটরসাইকেল বিক্রি করে টাকা পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মিলন ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যান। পরদিন বাড়ির অদূরে মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে শাহজাহান মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে শাহজাহান মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের আইনজীবীরা যুক্তিতর্কের শুনানি করেন। যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোনা জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।