১৭ মার্চের মধ্যে পাহাড়ের সব ইটভাটা বন্ধ করার নির্দেশ

খাগড়াছড়ি জেলাসহ তিন পার্বত্য জেলার ৫৪টি ইটভাটা আগামী ১৭ মার্চের মধ্যে বন্ধ করতে হবে। কোনও ইটভাটা মালিক নিজ দায়িত্বে উৎপাদন বন্ধ না করলে প্রশাসন ১৭ মার্চের পরে অভিযান চালিয়ে তা ধ্বংস করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক এ সময় হাইকোর্ট বিভাগের আদেশ পড়ে শোনান এবং আদেশ অনুযায়ী কঠোরভাবে ব্যবস্থা নিয়ে মহামান্য হাইকোর্টকে কমপ্লাইন্স রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন।

এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবচার, জেলা জামায়াতের আমির প্রফেসর আবদুল মোমিন, জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।