শেরপুরে বস্ত্রদোকান কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

পাঁচ দফা দাবি আদায়ে শেরপুরে ‘বস্ত্রদোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন’ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শ্রমিক ইউনিয়ন শহর শাখার আয়োজনে শহরে এ বিক্ষোভ মিছিল এবং শহরের মুন্সিবাজার গোয়ালপট্টি বস্ত্র ব্যবসায়ী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। ওই সময় তারা তাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন।

তাদের পাঁচ দফা দাবিগুলো হলো– ঈদুল ফিতরে বেতনের সমপরিমাণ এবং ঈদুল আজহাতে বেতনের ৫০% বোনাস প্রদান; শ্রম আইন অধিদফতরের আইন অনুযায়ী প্রতিটি শ্রমিকের আট ঘণ্টা ডিউটি চালু করা; বাৎসরিক সরকারি ছুটির তালিকা অনুযায়ী সমিতির সদস্যদের ছুটি প্রদান; সংগঠনের কার্ডধারী সদস্য ব্যতীত কোনও দোকানে শ্রমিক নিয়োগ না করা এবং শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তাদের পরিবারের বাবা-মা মারা গেলেও ছুটি দেওয়া হয় না। পরিবারের কারও মৃত্যুজনিত কারণে বাড়িতে চলে গেলে সেদিনের বেতন কাটা হয়। যা মানবাধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি। সমিতির সূত্রে জানা গেছে, শহর শাখায় তাদের সদস্য সংখ্যা রয়েছে দুই শতাধিক। উল্লিখিত দাবিগুলো না মানলে কর্মস্থলে ফিরে যাবেন না বলে ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

ধর্মঘটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন– সংগঠনের সভাপতি রাজন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এ কর্মসূচিতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।