পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে ৭০০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২ মার্চ) দুপুরে নগরের কোতয়ালি থানা এলাকায় এসব পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।’
এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে। কোতয়ালি, কাজির দেউড়ি ও চকবাজারে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।