কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার দায়িত্ব দ্রুত হস্তাস্তরের দাবিতে মানববন্ধন ও ঝাড়মিছিল করেছেন স্থানীয়রা। উপজেলা প্রশাসনের কাজে উদাসীনতা ও আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টাকারী হিসেবে অভিহিত করে ইউএনওর বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনের ফটকে মিরপুরের সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন ও ঝাড়ুমিছিল করা হয়।
এ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় জাহার আলী, রফিকুল ইসলাম রফিক, লিমু, ফরিদুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে ইউএনওর ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়। অন্যথায় আগামী রবিবার আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, বুধবার (১৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখা উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেন।
আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কিছু কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।
আদেশে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের পদায়নের পর তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পণ করা হলো।
এর আগে গত বছর কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে বদলি করা হয়েছিল। তবে সেবার বদলি আদেশ প্রত্যাহার করা হয়।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে ‘উপজেলার গেট বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ীরা, সিদ্ধান্তে অনড় ইউএনও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর তিন দিন পর মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে বদলি করা হয়। তবে আজ বৃহস্পতিবার এখন পর্যন্ত এই গেট দুটি বন্ধ রয়েছে।
বিসিএস ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ৩১ মার্চ মিরপুর উপজেলা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
আরও খবর: কুষ্টিয়ার সেই ইউএনওকে বদলি