বাংলা ট্রিবিউনে পূর্বাচলে অবৈধ বিলবোর্ডে কোটি টাকার বাণিজ্য শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে পূর্বাচল তিনশো ফিট সড়কের উভয় পাশে অবৈধভাবে স্থাপন করা বিলবোর্ড উচ্ছেদে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার সড়কের বালু ব্রিজ এলাকা থেকে দুই দিনের অভিযানের প্রথম দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলবে বলে জানায় রাজউক কর্তৃপক্ষ।
পূর্বাচল নতুন শহরকে নান্দনিক করার জন্য কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক তৈরি করা হয়। এর মধ্যে সাড়ে ৬ কিলোমিটার সড়ক রাজউকের নির্মাণাধীন পূর্বাচল নতুন শহরের মধ্যে পড়েছে।
গত কয়েক বছরে রাজউকের অসাদু কর্মকর্তাদের যোগসাজশে নিয়মনীতির কোনও তোয়াক্কা না করে ৫০টির অধিক বিলবোর্ড স্থাপন করা হয়। ঝড়ের মৌসুমে বিভিন্ন স্থানে সড়কের ওপর বিলবোর্ড ভেঙে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এমনকি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। বহুবার বিলবোর্ড উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হলেও বিলবোর্ডের মালিকরা কর্ণপাত করেননি। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি সাত দিনের মধ্যে বিলবোর্ডগুলো সরিয়ে ফেলার জন্য গণবিজ্ঞপ্তি দেয় রাজউক কর্তৃপক্ষ। সেটার তোয়াক্কা না করায় বুধবার ও বৃহস্পতিবার দুই দিন বিলবোর্ড উচ্ছেদের ঘোষণা দেয় রাজউক।
এদিকে, উচ্ছেদ অভিযান শুরুর পর বুধবার দুপুরে বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাজী সেলিমসহ কয়েকজন সদস্য হাইকোর্ট থেকে রিট পিটিশনের আবেদনপত্র নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করেন। তারা আপাতত উচ্ছেদ না করার জন্য জোর দাবি জানান।
এ ব্যাপারে হাজী সেলিম বলেন, ‘বৈধভাবে বিলবোর্ড ব্যবসা তারাও (রাজউক) চাচ্ছেন না। বৈধভাবে বিলবোর্ড ব্যবসা করার জন্য তারা রাজউকের চেয়ারম্যান, প্রকল্প পরিচালক, এমনকি গণপূর্ত উপদেষ্টার বরাবর লিখিতভাবে আবেদন করার পর তারা কোনও উত্তর দেননি। অবশেষে বাধ্য হয়ে বিলবোর্ড উচ্ছেদ না করার জন্য হাইকোর্টে বরাবর রিট পিটিশনের আবেদন করেছি। আবেদনটি রাজউক কর্তৃপক্ষের কাছে দিয়েছি। এখন তারা সিদ্ধান্ত দেবেন। তবে আমরা বৈধভাবে এ ব্যবসা পরিচালনা করতে চাই।’
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার বলেন, ‘আমরা কারও ব্যবসার ক্ষতি করতে চাই না। তারা সরকারকে সঠিকভাবে ট্যাক্স দিয়ে ব্যবসা করুন, আমরাও চাই। তারা হাইকোর্ট থেকে পিটিশনের একটি আবেদন নিয়ে আমাদের দিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।’
পূ্র্বাচল নতুন শহর প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ওয়াহিদ সাদিক শুভ বলেন, ‘অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত উচ্ছেদ না হবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। তারা হাইকোর্ট থেকে একটি রিট পিটিশনের আবেদন নিয়ে এসেছেন। সেটি আমাদের আইন শাখা আছে, তারা দেখবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত পরিবর্তন করে আমার জানায় তবে আমরা সে অনুযায়ী কাজ করবো।’