ফেনীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

বালুমহালের সংবাদ প্রকাশের জের ধরে দৈ‌নিক ইন‌কিলাবের ফেনী সংবাদদাতা ওমর ফারুক সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছেন।

বুধবার দুপুর পৌ‌নে ১২টার দি‌কে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর সিলোনিয়া হাফিজিয়া মাদ্রাসার সাম‌নে এই হামলার ঘটনা ঘটে।

আহত ফারুক জা‌নি‌য়ে‌ছেন, স্থানীয় বালু লুট সম্প‌র্কিত খবর প্রকা‌শের জের ধ‌রে প‌রিক‌ল্পিতভা‌বে ওই এলাকার জামাই ফারুক, মামুন ও সোহাগসহ ১০-১২ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।‌

এ খবর জানাজা‌নি হ‌লে ফেনী‌তে কর্মরত সাংবা‌দিক‌দের মা‌ঝে ক্ষোভ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

ফেনী মডেল থানার ওসি জামাল উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে গেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের নাম পেয়েছেন। পুলিশ এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।