হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ সাগরকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া গ্রামের টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল কুদ্দুছ সাগর (৫০) ওই গ্রামের মৃত কুরেশ আলীর ছেলে এবং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
পুলিশ জানায়, নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশ করগাঁও ইউনিয়নের শাখোয়া গ্রামের টুকেরবাজার এলাকায় সাগরের বাসায় অভিযান চালিয়ে করগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ সাগরকে গ্রেফতার করে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মহাসড়কে গাড়িতে আগুন দিয়ে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে সদ্বিগ্ধ আসামি হিসেবে আব্দুল কুদ্দুছ সাগরকে গ্রেফতার করা হয়েছে।’