বান্দরবানের লামায় সম্প্রতি ২৬ শ্রমিককে অপহরণের ঘটনার জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার (এসপি) শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন; রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালিতে ২৬ রাবারশ্রমিককে অপহরণ করা হয়। পরে তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা ছেড়ে দেয়। এর পর থেকে অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জড়িত থাকার অভিযোগে লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে এ চার জনকে গ্রেফতার করা হয়।
বান্দরবানের পুলিশ শহিদুল্লাহ কাওছার জানান, অভিযানে চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে উপজেলার সরই ইউপিতে গত ১৪ জানুয়ারি ৭ জন তামাক চাষি, ১ ফেব্রুয়ারি ৭ জন কাঠুরে এবং সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালি থেকে ২৬ রাবার শ্রমিকসহ এক মাসে ৪০ জনেরও বেশি শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে। পরে তারা সবাই মুক্তিপণ দিয়ে ফিরে আসেন।