নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের ছোট ভাই ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদের বাড়িতে একদল মানুষ হামলা চালিয়েছে। একই সময় পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও ভাঙচুর-লুটপাট চালায় তারা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হামলার ঘটনাগুলো ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে মিনহাজ আহমেদ জাবেদের আলীপুর গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দ্বিতল বাড়িটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং আসবাবে আগুন ধরিয়ে দেয়। তার পরপরই একই ব্যক্তিরা পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ওরফে ফয়সলের বাড়িতেও হামলা-ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। তবে হামলা-ভাঙচুরকালে উভয় বাড়ির বাসিন্দাদের কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আর বাড়ির পাহারাদার ভয়ে পালিয়ে গেছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলা ও ভাঙচুরের ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক একটি পক্ষ বিভিন্ন জনকে ব্ল্যাকমেইল করে তাদের বাড়িঘর ভাঙচুরের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। যদিও এ বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। বৃহস্পতিবার দিনভর নোয়াখালীর কোম্পানীগঞ্জের ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র-জনতা ঘোষণা দিয়েই হামলা ও ভাঙচুর চালায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম জানান, এই হামলা-ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনও সম্পৃক্ততা নেই। চৌমুহনীর ঘটনাটি সেখানকার রাজনৈতিক। এর সঙ্গে ছাত্রদের কোনও সম্পর্ক নেই। তা ছাড়া তাদের যে কর্মসূচি ছিল, সেটি বৃহস্পতিবার দিনের বেলায়।
একই দাবি সংগঠনদের জেলার মুখ্য সমন্বয়ক ফরহাদুল ইসলামেরও। তিনি বলেন, ‘সাবেক সেনাপ্রধান এবং ও তার ছোট ভাইয়ের বাড়িতে ভাঙচুরের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবহিত নয়। আমাদের কোনও সদস্য এর সঙ্গে জড়িত নেই বলে স্পষ্ট ঘোষণা দিচ্ছি।’
হামলা ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস বলেন, ‘আমি নিজে ঢাকায় অবস্থান করছি। আমরা কেন হামলা করবো? আমাদের তো এই কর্মসূচি নেই। আমরা এটার সঙ্গে সম্পৃক্ত না। কারও বাড়িঘরে হামলা চালানোর মতো কোনও কর্মসূচি বিএনপি ঘোষণা করেনি। যদি কেউ আমাদের নাম জড়ায় তবে তা পরিকল্পিত গুজব।’
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের ছোট ভাই মিনহাজ আহমেদ জাবেদের দ্বিতল বাড়িতে একদল লোক সন্ধ্যার পর হামলা-ভাঙচুর চালিয়েছে। ওই সময় ভবনে কেউ ছিলেন না। হামলাকারীরা ওই সময় নিচতলার সোফায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর সাবেক পৌর মেয়র ফয়সলের বাড়িতেও কিছুটা হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। কারা হামলা করেছে তা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।’