অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কা: হেলপারের পর মারা গেলেন চালকও

দিনাজপুরের বিরামপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক। এ ঘটনায় ওই ট্রাকের হেলপারের পর মারা গেছেন চালকও। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান।

সোমবার রাত সোয়া ১টার দিকে বিরামপুর ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন বিরামপুরের ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার ক্রসিংয়ে গেটম্যান ছিলেন না। সে সময় দিনাজপুর টু ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে জয়পুরহাটগামী পাথরবাহী একটি ট্রাক রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান ট্রাকের হেলপার আরিফ। গুরুতর আহত হন ড্রাইভার মাহবুব।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থল থেকে নিহত ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার কর হয়েছে। ট্রাকচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় জানা যায়, পাথরবোঝাই করে ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। নিহত ট্রাকের হেলপারের নাম আরিফ। তার বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবং চালক মাহবুবের বাড়িও ওই জেলায়।