ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চালু হয়।
শনিবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। রাত সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে সারারাত অপেক্ষমাণ যাত্রী ও যানবাহন চালকদের তীব্র ঠান্ডায় দুর্ভোগ পোহাতে হয়েছে।
সরেজমিনে রবিবার সকাল ৮টার দিকে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাট প্রান্তে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। আশা করছি, দুপুরের মধ্যে যানবাহনগুলো নদী পার হতে পারবে।’