ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা জিল্লু গ্রেফতার

ময়মনসিংহে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে নগরীর টাউনহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোলাম ফেরদৌস জিল্লু মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি মো সফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লু বিএনপি অফিস ভাঙচুরের মামলার আসামি। গত ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন তিনি। পুলিশ তাকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। বিকালে টাউনহল এলাকায় এসেছেন জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতার জিল্লুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত আছে।