সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে ৮ জন আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে আট জন আহত হয়েছেন।

সোমবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের এগুজ্জেছড়ি এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে পুলিশ জানায়।

আহত ব্যক্তিদের উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খাগড়াছড়ি দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, পর্যটনবাহী গাড়িটি বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। গাড়িতে থাকা চালকসহ ১২ জন পর্যটকের মধ্যে ৮ জন আহত হয়েছেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানুন সরকার বলেন, ‘আহতদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’