স্বৈরাচার ও ফ্যাসিস্টদের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ রোধ করতে হবে: বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘গণতন্ত্র সুরক্ষায় স্বৈরাচার ও ফ্যাসিস্টদের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ রোধ করতে হবে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্বৃত্তমুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ১৫০টির মতো সুপারিশ পেশ করেছি। যারা বিচারবহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন বা গণতন্ত্র ধ্বংসে ভূমিকা রেখেছে; তারা যেন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায়।’

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার ময়নামতি মিলনায়তনে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ‘ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটি’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রসঙ্গে অনুষ্ঠানে ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়মের ইতিহাস তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে সংস্কার কমিশন সুপারিশ করেছে। একটি স্বচ্ছ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে স্বতন্ত্র কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে আইনি কাঠামোর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। দুর্বৃত্ত রাজনীতির অবসান ঘটিয়ে একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য জনমতের ভিত্তিতে আসন বিন্যাস করার প্রস্তাবও আমাদের প্রতিবেদনে অন্তর্ভুক্ত।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ড কুমিল্লার অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম, সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি ও কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতালেব হোসেন মজুমদার।