মেহেরপুরে দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বুধবার এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক চাদের ছেলে এবং কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম হোসেন (১৮), একই গ্রামের সোহরাব হোসেন সেন্টুর ছেলে আব্দুল্লাহ আল বাকি (১৯) এবং চিতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে শিপন (১৭)।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান শেষ করে একটি মোটরসাইকেলে সিয়াম ও তার বন্ধু আব্দুল্লাহ গাংনীর দিকে আসছিলেন। তারা গাংনীর আকবপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন সিয়াম। আহত অবস্থায় আব্দুল্লাহকে পথচারীরা উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর এলাকায় মারা যান।
অপরদিকে, সন্ধ্যায় গাংনী উপজেলার বামুন্দি থেকে বাড়ি ফেরার পথে আলিনগর এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিপন নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ পুলিশ উদ্ধার করেছে।