কুয়াশায় গভীর রাতে মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ

মাঝনদীতে বরিশাল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে বরিশালগামী দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি লঞ্চই খতিগ্রস্ত এবং কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে ঢাকা-বরিশাল নৌপথে চাঁদপুরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই লঞ্চের চার মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল বিআইডব্লিউটিএ। 

বরিশালের বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার রাত ৯টার দিকে বরিশাল থেকে প্রিন্স আওলাদ-১০ এবং ঢাকা থেকে কীর্তনখোলা-১০ লঞ্চ দুটি আনুমানিক তিন হাজার যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুটি লঞ্চ চাঁদপুরে কুয়াশার কবলে পড়ে। এ সময় হরিনা নামক স্থানে মাঝনদীতে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি লঞ্চেরই সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘কীর্তনখোলা-১০ লঞ্চটি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছে। তবে প্রিন্স আওলাদ-১০ ঘটনাস্থলেই রয়েছে। প্রায় হাজার দেড়েক যাত্রী ছিল এই লঞ্চে। তাদের শুভরাজ-১০ নামে অপর একটি লঞ্চ উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুপুরের মধ্যে তারা বরিশাল পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত দুই লঞ্চের কোনও যাত্রী নিহত হননি। তবে কয়েকজন অল্প আহত হওয়ার কথা জানা গেছে।’

তিনি জানান, এ ঘটনায় কীর্তনখোলা-১০ ও প্রিন্স অব আওলাদ-১০-এর চার মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।