কাপ্তাই হ্রদের বুকে চিরনিন্দ্রায় শায়িত বীরশ্রেষ্ঠের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই হ্রদের বুকে চির নিন্দ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টর। সোমবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে এই বীরশ্রেষ্ঠের প্রতি বিজিবি মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা জানান রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন।

এরপর বিজিবি রাঙামাটি সদর দফতরের পক্ষে সেক্টর কমান্ডার পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় কর্নেল ইফতেখার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে সমাহিত করা ও বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষদর্শী দয়াল কৃষ্ণ চাকমার সঙ্গে কথা বলেন। দয়াল চাকমা বুড়িঘাট যুদ্ধের স্মৃতিচারণ করেন। পরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এ সময় বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক ও বিজিবি রাঙামাটি সদর সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সময় ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হয়েছিলেন তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে তাকে সমাহিত করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করেন।