যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৩২) এবং মহাসিন মল্লিক (৪০) নামে দুই জন মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার পুড়াখালী গ্রামের শংকরপাশা-বর্ণি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেন।
নিহত ইসমাইল উপজেলার শংকরপাশা গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে এবং মহাসিন একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।
ইসমাইলের রড, সিমেন্ট এবং স্যানিটারি পণ্য বিক্রির দোকান রয়েছে। মহাসিন তার দোকানের কর্মচারী ছিলেন।
নিহত ইসমাইলের চাচা আতিয়ার রহমান বিশ্বাস জানিয়েছেন, রাতে দোকান বন্ধ করে ইসমাইল ও মহাসিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মহাসিন। তারা পুড়াখালী গ্রামের নন্দীর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।
ঘটনার পরপরই এলাকাবাসী ট্রাকটি ধরে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, ‘ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বিক্ষুব্ধ লোকজন আগুন ধরিয়ে দিলে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে। ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’