তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারনে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৬টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফেরি ও যানবাহনের চালকসহ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, ‘ভোররাত থেকেই এ নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। হঠাৎ ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। সকাল ৬টা ১৫ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। সকাল সোয়া ৯ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়।’

বর্তমানে এ নৌপথে যানবাহন পারাপারে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।