বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবা‌ন-রুমা সড়‌কের এক‌টি বেইলি সেতুর উপ‌রের পাটাতন ভেঙে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বন্ধ র‌য়ে‌ছে।

রবিবার (৮ ‌ডি‌সেম্বর) সকাল ৮টার সময় দিকে ওই সড়কের কৈক্ষ‌্যংঝিরি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পরিবহন শ্রমিকরা জানান, বেইলি সেতুর পাটাতন ভে‌ঙে যাওয়ায় সকাল থে‌কে বান্দরবান-রুমা সড়‌কে সব ধর‌নের যান চলাচল বন্ধ র‌য়ে‌ছে। এ কার‌ণে বেইলি সেতুর দুই পা‌শে সড়‌কের ওপর যানবাহ‌ন আটকা প‌ড়ে আছে। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রীরা।

রুমা পরিবহন শ্রমিক সমিতির লাইনম্যান আবু বক্কর ব‌লেন, ‘সকাল ৮টার দিকে একটি ভারী গাড়ি পার হওয়ার সময় কৈক্ষ‌্যং ঝিরি এলাকার বেইলি সেতুটি ভেঙে পড়ে। বর্তমা‌নে ভেঙে যাওয়া সেতুটি পার হ‌য়ে গাড়ি প‌রিবর্তন ক‌রে যাত্রীরা চলাচল করছেন।’

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘ভেঙে পড়া বেইলি সেতুটি মূলত ২৬ ইসিবির দা‌য়িত্বপূর্ণ এলাকায়। যতটুকু শু‌নে‌ছি তারা ইতোম‌ধ্যে মেরামতের কাজ শুরু করেছেন।’ দ্রুত সম‌য়ের ম‌ধ্যে মেরামত করে যান চলাচলের উপযোগী করা হবে ব‌লেও জানান তি‌নি।