এবার নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে ছাত্রশিবির

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রকাশ্যে এসেছে ইসলামি ছাত্রশিবির নোবিপ্রবি শাখা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নোয়াখালীর মাইজদী শহরের একটি কনভেনশন হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৩০০ নবীন শিক্ষার্থীকে নিয়ে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকাল থেকে গোপনে কার্যক্রম চালানোর ১৯ বছর পর প্রকাশ্যে এলো নোবিপ্রবি শাখা ছাত্রশিবির। তবে এখন পর্যন্ত নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম জানা যায়নি।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন– শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন প্রমুখ।

নোয়াখালী শহর শাখার সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ তাই সহজে সামনে আসবে না কমিটি। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে সামনে আসার পরিকল্পনা রয়েছে।’