কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ববিদ‌্যাল‌য়ে নতুন উপাচার্য

শিক্ষার্থী ভ‌র্তি ও একা‌ডে‌মিক কার্যক্রম শুরুর আগেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ‌্যা‌ন্সেলর (উপাচার্য) প‌রিবর্তন করা হ‌লো। নতুন ভি‌সি হিসেবে নিয়োগ পেয়েছেন শে‌রে বাংলা কৃ‌ষি বিশ্ববিদ‌্যাল‌য়ের কৃ‌ষি অনুষ‌দের কীটতত্ত্ব বিভা‌গের ‌চেয়ারম‌্যান ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।

সোমবার (২ ডি‌সেম্বর) শিক্ষা মন্ত্রণাল‌য়ের সরকা‌রি সাধারণ বিশ্ববিদ‌্যালয় শাখার উপস‌চিব মো. শা‌হীনুর ইসলাম স্বাক্ষ‌রিত প্রজ্ঞাপ‌নে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিশ্ববিদ‌্যাল‌য়ের সদ‌্য সা‌বেক উপাচার্য প্রফেসর ড. একেএম জা‌কির হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প্রজ্ঞাপ‌নে বলা হ‌য়ে‌ছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২১-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহা. রাশেদুল ইসলামকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।’

সা‌বেক ভি‌সি প্রফেসর ড. জা‌কির হো‌সেন ব‌লেন, ‘নতুন ভি‌সি আজই (‌সোমবার) যোগদান ক‌রে‌ছেন। আমি বাংলাদেশ কৃ‌ষি বিশ্ববিদ‌্যালয়ে (ময়মন‌সিংহ) যোগদান ক‌রে‌ছি।’

প্রসঙ্গত, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়ে‌ছে। গত ২৫ অক্টোবর কৃষি গুচ্ছের আওতায় প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে‌ছে। আগামী ৯ ডি‌সেম্বর থে‌কে ভ‌র্তি শুরু হ‌বে। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির সু‌যোগ রাখা হ‌য়ে‌ছে।