বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ স্থানীয় আওয়ামী কৃষক লীগ নেতা  রায়হান আলীকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

শুক্রবার দুপুরে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, রায়হান আলী বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপনে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা রায়হানের বাড়িতে অভিযান চালান। এ সময় এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, এ ব্যাপারে এসআই নুরুল ইসলাম অস্ত্র আইনে মামলা করেছেন। শুক্রবার বিকালে রায়হানকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।