চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত দৃজন হলেন– মনির হোসেন (৫০) ও রেহেনা আক্তার (৪৪)। মনির হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং রেহেনা আক্তার বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুজনই রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৭ জন সরকারি হাসপাতালে এবং ১৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৮৪৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৫৫৭ জন, নারী ৭৮৫ জন এবং শিশু ৫০৬ জন আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, চট্টগ্রামে চলতি বছর ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে রয়েছেন পুরুষ ৭ জন, নারী ১৩ জন এবং শিশু তিন জন।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে মহানগরের এক হাজার ৮২১ জন এবং জেলার অন্যান্য স্থানের এক হাজার ২৭ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন লোহাগাড়ায় ১৯৩ জন। এ ছাড়া সাতকানিয়ায় ১৩৪ জন, সীতাকুণ্ডে ১২২ জন, রাউজানে ৯৮ জন, বাঁশখালীতে ৭০ জন, চন্দনাইশে ৬৮ জন, পটিয়ায় ৬৬ জন, কর্ণফুলীতে ৫০ জন আক্রান্ত হয়েছেন।