যৌথ বাহিনীর অভিযানে ২৭ হাজার কেজি সরকারি চাল জব্দ

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে যৌথ বাহিনীর অভিযানে একটি গুদাম থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন (২৭ হাজার কেজি) চাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে চাল কেনা ও মজুত করার অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক জানান, ওই গুদাম সিলগালা করে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ব্যবসায়ী ফারুক হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বাঁশোপাতা এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর টিসিবি, বিডব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভোক্তাদের কাছ থেকে অবৈধভাবে কিনে তালোড়া বাজারের গুদামে মজুত করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে গোপনে খবর পেয়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির নেতৃত্বে সেনাসদস্য, পুলিশ ও উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম ওই গুদামে অভিযান চালান। গুদামে বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন চাল পাওয়া যায়। এ সময় চালসহ গুদাম সিলগালা ও অবৈধভাবে চাল ক্রয় এবং মজুতের অভিযোগে ব্যবসায়ী ফারুক হোসেনকে আটক করা হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক জানান, জব্দ করা ২৭ মেট্রিক টন চালের মূল্য ১২ লাখ ১৫ হাজার টাকা। আটক ব্যবসায়ী ফারুক হোসেনকে থানায় সোপর্দ এবং এ ব্যাপারে উপজেলা খাদ্য পরিদর্শক শিহাব উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে রয়েছে। এখনও মামলা হয়নি।