গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার ঘটনায় বিক্ষোভ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর ওপর হামলা এবং সংগঠনটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার হত্যার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন জানান, ঘটনার দিন বিকাল সাড়ে ৪টার দিকে জিলানীর গাড়িবহর গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে হামলাকারীরা ভাঙচুর চালায়। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও তাদের সন্তানসহ বিএনপির আনুমানিক অর্ধশত নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন– উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ।