সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে প্রতীকী কর্মবিরতি

খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। সোমবার সকালে শহরের বনরুপা এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতিতে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মো. আনোরুল হক, সিনিয়র সাংবাদিক সুনীল কান্তি দে, এ কে এম মকসুদ আহমদসহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি চন্দন দেবনাথ, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক মিশু দে সহ বিভিন্ন সংগঠনের সংবাদকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, ‘আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন সাংবাদিকদের নামে মামলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না। আমরা দেখতে পাচ্ছি, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি খাগড়াছড়িতে আদালতে সাংবাদিক প্রদীপ চৌধুরীর পক্ষে কোনও আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি।

‘আমরা ধারণা করেছিলাম, নতুন সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখছি, উল্টো সাংবাদিকদের আরও বেশি কণ্ঠরোধ করা হচ্ছে।’

এ সময় খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ সারা দেশে আটক ও গ্রেফতার সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবিও জানানো হয়।

প্রতীকী কর্মবিরতি শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।