গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুনের ঘটনায় মামলায় আওয়ামী লীগ নেতা সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মদনেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার সুমন মিয়া (৩৭) ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের মদনের পাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, জেলা বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সুমন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুনের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় একটি মামলা করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার। মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।