ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজে আগুন

চাঁদপুর ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনীক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে বিকট শব্দে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন। তাদের মধ্যে গোলাপ (৫০) নামে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, রবিবার বিকাল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা অয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে।

অন্য আহত হলেন– রুবেল (৩০), জিলানি (৩৫), মাসুদ (৩৭), গিয়াস (২৯) ও মধু (৫০)।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

জাহাজের আহতরা জানান, হঠাৎ বিকট শব্দের ইঞ্জিন রুম তছনছ হয়ে যায়। এ সময় তারা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়েন।