চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা: আরও একজন গ্রেফতার

চট্টগ্রামে দিনদুপুরে ছাত্রলীগ কর্মী আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) গুলি করে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম এমরান (১৯)।

রবিবার (২৭ অক্টোবর) ভোরে চান্দগাঁও থানাধীন অদূরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এমনরানকে পুলিশ গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, ‘তাহসিনকে হত্যার ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত গাড়ি। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এর আগে, মো. হেলাল (৩৫) ও মো. ইলিয়াছ হোসেন অপু (২৭) নামে এ হত্যা মামলায় আরও দুজনকে গ্রেফতার করা হয়।

নিহত আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও থানার হাজিরপুলের মোহাম্মদ মুসার ছেলে। স্থানীয় ছাত্রলীগের এই কর্মী নগরীর ওমরগনি এমইএস কলেজের ছাত্র ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে ছাত্রলীগের কোনও পদে ছিলেন না। পড়াশোনার পাশাপাশি ইট ও বালুর ব্যবসা করতেন।

গত ২১ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় শিবির-ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ তার বাহিনীর সদস্যদের নিয়ে মাইক্রোবাসে এসে তাহসিনকে গুলি করে চলে যান। এতে ঘটনাস্থলেই তাহসিনের মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা চান্দগাঁও থানায় হত্যা মামলা করেছেন।