চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। রবিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন চার জন রোগী। তবে এদিন কেউ মারা যাননি।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর দুই হাজার ৭৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৫০৩ জন, নারী ৭৫৭ জন এবং শিশু ৪৮৪ জন। আক্রান্তদের মধ্যে এক হাজার ৭৪৭ জন নগরীর এবং ৯৯৮ জন জেলার বাসিন্দা।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। তাদের মধ্যে অক্টোবরে পাঁচ জন এবং সেপ্টেম্বরই মারা গেছেন ১১ জন।
জেলায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি লোহাগাড়ায় ১৯৩ জন। এ ছাড়া সাতকানিয়ায় ১২৯ জন, সীতাকুণ্ডে ১১৫ জন, রাউজানে ৯৩ জন, বাঁশখালীতে ৬৯ জন, চন্দনাইশে ৬৭ জন ও পটিয়ায় ৬৩ জন আক্রান্ত হয়েছেন।