রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে থাকা দুই কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ইউনিট।
শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার হেলিপ্যাড সংলগ্ন সরমংলা গ্রামের জামাল উদ্দিন নামে এক ব্যক্তির পরিত্যক্ত জমি থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব রবিবার (২৭ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যে জানা যায়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র্যাব ওই এলাকায় নজরদারি বাড়াতে থাকে। মাদক কারবারিরা র্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কেটে ভেতরে বিশেষ কায়দায় রাখা দুই কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার হেরোইন গোদাগাড়ী থানায় জিডি করে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।