দমকা হাওয়ায় গাছ পড়ে দিনমজুরের মৃত্যু

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়া গাছের চাপায় বরগুনায় বেতাগীতে আশরাফ আলী (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আশরাফের বাড়ি উপজেরার কাসমত করুনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ আলী দিনমজুরের কাজের জন্য বেতাগী উপজেলার ছোট মোকামিয়া এলাকায় এলে হঠাৎ ঘূর্ণিঝড় দানার প্রভাবে দমকা হাওয়া বয়ে যায়। সে সময় দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হন আশরাফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফের ভাই বলেন, ‘আমার ভাই দিনমজুরের কাজ করে। প্রতিদিনের মতো আজও সকালে কাজের জন্য বের হন। হঠাৎ ফোন আসে আমার ভাই হাসপাতালে। আমরা তাৎক্ষণিক হাসপাতালে চলে যাই। সেখানে গিয়ে দেখি, আমার ভাই আর বেঁচে নেই।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে আশরাফ আলী নামে একজনের মৃত্যুর খবর পেয়েছি।’