কক্সবাজারে ৫৩০ বস্তা পলিথিন জব্দ, ২ লাখ টাকা জরিমানা

কক্সবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ এবং কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী জানান, মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

কক্সবাজার শহরের বড়বাজারের এইচ জে এন্টারপ্রাইজ নামে ওই কারখানার স্বত্বাধিকারী কামরুল হাসানকে (৩০) এ জরিমানা করা হয়।

আবুল কালাম বলেন, ‘গোয়েন্দা সূত্রে র‌্যাবের কাছে খবর ছিল, কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নামে-বেনামে পরিবেশ আইন পরিপন্থি কয়েকটি অবৈধ পলিথিনের কারখানা গড়ে উঠেছে। এই তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানার সন্ধান পায়। কারখানাটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫৩০ বস্তা পলিথিন। সংশ্লিষ্টরা কারখানা গড়ে তুলে পলিথিন উৎপাদনের স্বপক্ষে পরিবেশ অধিদফতরের অনুমোদনসহ বৈধ কোনও নথি উপস্থাপন করতে পারেননি।’

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬-ক মোতাবেক পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন ও বিক্রির অপরাধে এইচ জে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।’

অবৈধ কারখানার মালিককে ভবিষ্যতে আইন পরিপন্থি কাজ থেকে বিরত থাকতেও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।