বিরিয়ানি হাউজের ভেতরে ঢুকে পড়লো ট্রাক, নিহত ১

চট্টগ্রামে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত নতুন ব্রিজ গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আশিক ইরফান জানান, ‘বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় একটি রেস্টুরেন্টের ভেতর ইটবোঝাই ট্রাক ঢুকে পড়ে। ট্রাকটি দক্ষিণ চট্টগ্রাম থেকে শহরের দিকে ইট নিয়ে আসে। হোটেলের সামনে যাত্রী নিয়ে দাঁড়ানো একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মদিনা হোটেল অ্যান্ড বিরানি হাউজ রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হন।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থল থেকে আমরা একজনকে মৃত এবং আরও একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বেকারের সাহায্যে ট্রাকটি রেস্টুরেন্ট থেকে বের করে সড়কে নিয়ে এসেছি।’