পীরগাছায় হরতাল পালিত, বিএনপি নেতা রাঙ্গার বিরুদ্ধে মামলা প্রত্যাহার

রংপুরের পীরগাছা উপজেলা সদরে সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে মামলা করার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।

হরতালের সমর্থনে ব্যবসায়ী সমিতি কিংবা বিএনপি নেতাকর্মীদের মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করার জন্য বিএনপি নেতা রাঙ্গা পীরগাছা থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি রাজনৈতিক নয়, কিছুটা ব্যক্তিগত বিষয়ও আছে। তার পরেও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয় সেটি আমরা সমাধান করার উদ্যোগ নিয়েছি।’

এদিকে, রংপুর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোতায়াক্কিল বিল্লাহ শাহ ফকিরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পীরগাছার ঘটনা তারা দেখছেন। সার্বিক অবস্থা সম্পর্কে খবর নিয়ে এ বিষয়ে জানাবেন।

এদিকে, পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘পুরো ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’