রাবির সাংবাদিকতা বিভাগের সেই শিক্ষককে অব্যাহতি

ভুয়া প্রত্যয়নপত্র প্রদান ও একাডেমিক পরিসরে দুর্নীতিসহ নানা অভিযোগের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীরা গতকাল (রবিবার) তাকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়ে বিভাগের সভাপতি বরাবর আবেদন দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমাদের আজকের পূর্বনির্ধারিত একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতভাবে বিভাগের একাডেমিক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর তার চাকরিচ্যুতি ও অপসারণের যে দাবি জানিয়েছে, সেটার সুরাহা বা সে বিষয়ে কোনও প্রশাসনিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে বিভাগের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা গণহত্যায় সমর্থন ও উসকানি, ছাত্রলীগ নেতাকে ভুয়া প্রত্যয়নপত্র প্রদান, একাডেমিক পরিসরে অনিয়ম-দুর্নীতি, যৌন হয়রানি ও অর্থ কেলেঙ্কারির প্রমাণপ্রত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে রবিবার (১ সেপ্টেম্বর) লিখিত অভিযোগ জমা দেন বিভাগের শিক্ষার্থীরা। লিখিত অভিযোগে তারা অধ্যাপক মুসতাক আহমেদকে অপসারণ এবং তার চাকরিচ্যুতিরও দাবি জানান।