বগুড়ার ধুনটে বৈদ্যুতিক হিটারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবদুল মজিদ আকন্দ (৫৮) নামে এক আনসার ভিডিপি কমান্ডারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও স্বজনরা জানান, মৃত আবদুল মজিদ ধুনট উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামের মৃত শুকুর আকন্দের ছেলে। তিনি ধুনট সদর ইউনিয়ন আনসার কমান্ডার। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন। আবদুল মজিদ আকন্দ সকালের খাবার তৈরির জন্য শুক্রবার বেলা ১০টার দিকে বাড়িতে বৈদ্যুতিক হিটারে সিলভারের পাতিলে রান্না বসিয়েছিলেন। একপর্যায়ে পাতিলের তলা হিটারের কয়েলের সংস্পর্শে এলে পাতিলটি বিদ্যুতায়িত হয়ে যায়। রান্না হয়েছে কিনা তা দেখতে হিটারে বসানো পাতিল স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধুনট থানার ওসি জানান, সদর ইউনিয়ন আনসার কমান্ডার আবদুল মজিদ আকন্দ বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।